Khoborerchokh logo

গাইবান্ধায় শিশু বলাৎকারের অভিযোগ অত:পর মামলা । 105 0

Khoborerchokh logo

গাইবান্ধায় শিশু বলাৎকারের অভিযোগ অত:পর মামলা ।

 গাইবান্ধার সাদুল্লাপুরে ১০ বছরের এক ছেলেকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিবেশী শাকিল শেখ (২০) নামে এক বখাটের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বর্তমানে অসুস্থ্য শিশুটি গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার রাতে নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত আসামি শাকিল শেখ সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা পশ্চিমপাড়ার মো. মাজেদ শেখের ছেলে। 
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা। মামলার বরাত দিয়ে তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে বাড়ীর সামনে দাঁড়িয়ে থাকা ১০ বছরের শিশুটিকে (ছেলে) সুপারি কুড়ানোর কথা বলে ডেকে নিয়ে যায় প্রতিবেশী শাকিল। এরপর শিশুটিকে উত্তরপাড়ার কান্তি বাবুর সুপারির বাগানে নিয়ে বলাৎকার করে। এতে অসুস্থ্য হলে পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর থেকে আসামি শাকিল বাড়ি ছেড়ে পালিয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 
শিশুটির বাবা জানান, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় রাতেই ছেলেকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থার অবনতি হলে গাইবান্ধা সদর হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। হাসপাতালে চিকিৎসা দেয়া হলেও এখনো তার অবস্থার উন্নতি হয়নি।ৃ


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com